সরবরাহ সংকটের উদ্বেগে বেড়েই চলছে তেলের দাম
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছেই। ইরাকের কুর্দিস্তান থেকে রপ্তানি কমেছে। এতে বিশ্ববাজারে সরবরাহ সংকটের উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দর বেড়েছে। এ নিয়ে টানা ৩ দিন দাম বাড়লো।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা কমেছে। তাতে আরও সমর্থন পেয়েছে তেল। মূল্য ঊর্ধ্বমুখী হচ্ছেই।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত উত্তর কুর্দিস্তান অঞ্চল থেকে প্রতিদিন ৪ লাখ ৫০ হাজার ব্যারেল (বিপিডি) অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ করা হয়েছে। গত শনিবার একটি সালিশি সিদ্ধান্তের পর এ উদ্যোগ নেয়া হয়।
বুধবার (২৯ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম বেড়েছে ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ০৭ সেন্টে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ঊর্ধ্বমুখী হয়েছে ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ। ব্যারেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৩ ডলার ৮১ সেন্টে।
অয়েল ব্রোকার পিভিএমের স্টিফেন ব্রেন্নক বলেন, রপ্তানি যতদিন বন্ধ থাকবে, ততদিন সরবরাহ সংকটের আশঙ্কা বিদ্যমান থাকবে।