সরকারের পতন ঘটানো হবে: মোশাররফ
সাদাকালো নিউজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গায়ের জোরে টিকে থাকা অনির্বাচিত সরকারের পতন ঘটানো হবে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস, তেল ছাড়াও দ্রব্যমূল্যের চাপে জনগণ দিশেহারা হয়ে গেছে। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এই জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারের পতন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, জনগণ বলছে-এ সরকারকে আর বেশি দিন টিকে থাকতে দেওয়া যাবে না। এ সরকারকে বিদায় করার জন্য তারা প্রস্তুত। যত অন্যায়, নিপীড়ন, অত্যাচার হয়েছে তার বিচার বাংলার মাটিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, বিডিআর বিদ্রোহ জাতির জন্য একটি কলঙ্কময় ঘটনা। এ ঘটনায় দুটি তদন্ত কমিটির প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু এ দেশের জনগণকে একটি তদন্তের বিষয়ে জানানো হয়নি। এখানেই আমাদের সন্দেহ যে, হয়তো ওই তদন্ত কমিটিতে এমন লোকের নাম এসেছে যেটা প্রকাশ করতে সরকার সাহস পায়নি। আজ ১৪ বছর পরেও আমাদের দাবি সেই তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হোক এবং সে মোতাবেক বিচার করা হোক।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় ড. খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।