সরকারি বাংলো ফিরে পেয়ে যা বললেন রাহুল গান্ধী
সাদাকালো নিউজ
‘গোটা ভারতই আমার বাড়ি’। দিল্লির তুঘলক লেনের সরকারি বাংলো ফিরে পেয়ে এমন মন্তব্য করেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার (৮ আগস্ট) তাকে তুঘলক লেনের সরকারি বাংলো ফের বরাদ্দ দেয়া হয়। লোকসভায় রাহুলের সদস্যপদ বাতিলের আদেশ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট স্থগিত করে দেয়। এর পর পরই তিনি আবারো আইনপ্রণেতার পদ ফিরে পান এবং সেই সঙ্গে তার সরকারি বাংলো। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
মোদি পদবি অবমাননার মামলায় চলতি বছরের মার্চে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাটের একটি আদালত। আদালতের এই রায়ের পর তাকে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর এপ্রিলে তাকে দিল্লির তুঘলক লেনের বাংলো ছেড়ে দিতে বলা হয়। ২০০৪ সালে অ্যামিতি আসন থেকে জয় লাভের পর থেকে এই সরকারি বাংলোতে বসবাস করছেন রাহুল।
তবে গত শুক্রবার (৪ আগস্ট) এই মানহানির মামলায় রাহুল গান্ধীর সাজার ওপর স্থগিতাদেশ দেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার কথা জানায় ভারতের লোকসভা সচিবালয়।
২০১৯ সালে কর্নাটকে এক নির্বাচনী প্রচারে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?” এ মন্তব্যের পর রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন বিজেপি নেতা পূর্ণেশ মোদি।
এরপর এ মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে এ সময় রাহুলের জামিন আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক।
এ রায়ের ভিত্তিতে ২৪ মার্চ রাহুলের সংসদ সদস্যের পদ খারিজ করে দেন ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা। এমনকি তাকে সরকারি বাসভবনও ছেড়ে দিতে হয়।
পরে গত ৩ এপ্রিল ম্যাজিস্ট্রেট আদালতের এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুরাটেরই দায়রা জজ আদালতে আবেদন করেন রাহুল। কিন্তু ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা জজ বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্টও সাজার ওপর স্থগিতাদেশ না দেওয়ায় রাহুলকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়।