সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন
সাদাকালো নিউজ
আবুল কালাম শামসুদ্দীন ছিলেন একজন সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক। তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ত্রিশালের ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১৯ সালে ঢাকা কলেজ হতে আইএ পাস করার পর কলকাতার রিপন কলেজে (অধুনা সুরেন্দ্রনাথ কলেজ) বিএ শ্রেণিতে ভর্তি হন। কিন্তু ওই সময় (১৯২০-২১) খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন এবং বি.এ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা ১৯২১ সালে পাস করেন।
১৯২৩ সালে দৈনিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা চর্চা শুরু হয়। পরবর্তিতে তিনি ১৯২৪ সালে সাপ্তাহিক মোসলেম জগৎ, দি মুসলমান, দৈনিক সোলতান, মাসিক মোহাম্মদী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছিলেন। ১৯৩৬ সালে দৈনিক আজাদে যোগদান করে তিনি ১৯৪০-৬২ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বাঙালি মুসলিম সমাজকে ইসলামি ভাবনাধারায় অনুপ্রাণিত করার জন্য কলকাতায় যে ‘পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি (১৯৪০)’ প্রতিষ্ঠিত হয় তিনি তার সভাপতি ছিলেন। ১৯৬৪ সালে প্রেস ট্রাস্ট অব পাকিস্তান পরিচালিত দৈনিক পাকিস্তানের সম্পাদক নিযুক্ত হন, তিনি ১৯৭২ সালে অবসর গ্রহণ করেন।
ভাষা আন্দোলনে তার সম্পাদিত ‘দৈনিক আজাদ’ পত্রিকা ইতিবাচক ভূমিকা রাখে। বাংলা ভাষার দাবি সংক্রান্ত সম্পাদকীয় প্রকাশ করতেন নিয়মিত। তিনি ২১ ফেব্রুয়ারি গুলিচালনার প্রতিবাদে পরের দিন আইনসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে প্রথমবার যে শহীদ মিনার নির্মিত হয়েছিল, আবুল কালাম শামসুদ্দীন সেটির উদ্বোধন করেন।
একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, সিতারা-ই-খিদমত, সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন। যদিও ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় তিনি সরকারি দমননীতির প্রতিবাদে সিতারা-ই-ইমতিয়াজ ও সিতারা-ই-খিদমত খেতাব বর্জন করেন। তার রচিত গ্রন্থাবলীগুলো হলো- কচিপাতা, অনাবাদী জমি, ত্রিস্রোতা, খরতরঙ্গ, ইলিয়ড, পলাশী থেকে পাকিস্তান, অতীত দিনের স্মৃতি। আবুল কালাম শামসুদ্দীন ১৯৭৮ সালের ৪ মার্চ মৃত্যুবরণ করেন।