সব বিষয়ে এমবাপ্পেকে মাথা না ঘামানোর পরামর্শ দুগারির
সাদাকালো নিউজ
এমবাপ্পে আবারও নতুন করে আলোচনায় আসেন পিএসজির প্রকাশিত এক ভিডিও নিয়ে মন্তব্য করে। মৌসুমের টিকিটধারীদের টিকিট নবায়নের জন্য অনুরোধ করার উদ্দেশ্যে ফরাসি ক্লাবটি একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিও নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন এমবাপ্পে।
ফরাসি এই ফুটবলারের দাবি, ভিডিওতে তার কথাগুলো ব্যবহারের আগে অনুমতি নেওয়া হয়নি। ভিডিওটির সঙ্গে দ্বিমত পোষণ করে কড়া বার্তাও দেন এমবাপ্পে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ক্লাবের নাম প্যারিস সেন্ট জার্মেই, কিলিয়ান সেন্ট জার্মেই নয়।
এমবাপ্পের এমন আচরণের চরম বিরোধিতা করেছেন সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার দুগারি। তিনি মনে করেন, এমবাপ্পে এই সমস্যা নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারতো।
দুগারি বলেন, ‘ক্লাবের উচিত এমবাপ্পেকে সতর্ক করা। আপনার কি মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তার কোনো মূল্য আছে? এটা নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলে সমাধান করে নিতে পারতো। এসব অহংকার দেখানো বন্ধ করো। তারা মাঠে একের পর এক ম্যাচে হারছে। তাদের খেলতে দাও, নিজেদের প্রমাণ করতে দাও।’
পিএসজির মার্কেটিং, ক্রীড়া পরিচালক, যোগাযোগ এমনকি এমবাপ্পে কার সঙ্গে খেলবে সেটির সিদ্ধান্তও ফরাসি এই তারকা ফুটবলার নিজেই নেয় বলে মন্তব্য করেন দুগারি। তিনি বলেন, ‘সে পিএসজির সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। মার্কেটিং, যোগাযোগ, এমনকি সে ক্রীড়া পরিচালকও নিজে থেকে বাছাই করে। সে কার সঙ্গে খেলবে তাও সে বাছাই করে।’