সবাইকে ছাড়িয়ে হালান্ড
সাদাকালো নিউজ
ম্যানচেস্টার সিটির মাঠে ২-০ গোলে পিছিয়ে থাকার পরও আশা ছিল। বাকি সময়টুকু সিটিকে আটকে রাখতে পারলে শোধ নেওয়া যেত বায়ার্ন দুর্গে। কিন্তু এখানেও হালান্ড। বায়ার্নের কফিনে শেষ পেরেক ঠোকেন ম্যাচের ৭৬ মিনিটে। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। যেই গোল বায়ার্নকে এক রকম ছিটকে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথ থেকে। এ গোলেই সবাইকে ছাড়িয়ে গেছেন হালান্ড। প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪৫ গোল করার কীর্তি গড়েছেন এই নরওয়েজিয়ান তারকা।
হালান্ডের আগে ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ সব ধরনের প্রতিযোগিতায় করেছিলেন ৪৪ গোল। তার আগে ২০০২-০৩ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ ফুটবলার রুড ফন নিস্টলরয় প্রথম গড়েছিলেন এই কীর্তিটি। নিস্টলরয়ও সেবার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৪৪ গোল। তবে হালান্ড এখন সবাইকে ছাড়িয়ে। এখনও অনেক ম্যাচ হাতে থাকায় হালান্ডের সুযোগ আছে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার। এমন কীর্তির পর হালান্ডকে ভিনগ্রহের প্রাণী বলেছেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার মারিও গোমেজ।
ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে বলেন, ‘দুনিয়ার প্রতিটি দলই এখন হালান্ডকে ভয় পায়। কারণ সে তো মানুষ নয়, সে ভিনগ্রহের। আমি ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন জানাতে চাই এমন একজন ফুটবলারকে দলের পক্ষে সই করানোর জন্য।’ আড়াই বছর বরুসিয়া ডর্টমুন্ডে থেকে ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হালান্ড। প্রিমিয়ার লিগে নিজের প্রথম পাঁচ ম্যাচেই হালান্ড করেন ৯ গোল।