সপ্তাহের ব্যবধানে প্রতি টন রডের দাম বেড়েছে ৫ হাজার টাকা
সাদাকালো নিউজ
নির্মাণ খাতের অন্যতম প্রধান সামগ্রী রডের দাম প্রতিনিয়ত বেড়ে চলছে। গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি টন রডের দাম বেড়েছে পাঁচ হাজার টাকার বেশি। রাজধানীর কয়েকটি রডের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি টন রড ৮২ হাজার থেকে ৮৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহ দুয়েক আগেও ছিল ৭৭ হাজার থেকে ৮০ হাজার টাকা।
রডের দাম এভাবে বেড়ে যাওয়ার পেছনে কারণ হিসেবে কাঁচামালের সরবরাহ সংকটকে দায়ী করছেন উৎপাদনকারীরা। রাশিয়া-ইউক্রেন সামরিক অভিযানের কারণে বিশ্বব্যাপী কাঁচামাল সরবরাহের সংকট দেখা দিয়েছে, যা বাংলাদেশের বাজারে প্রভাব ফেলছে।
তবে খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছে ভিন্ন কথা। তাঁদের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগ থেকেই উৎপাদকরা ধীরে ধীরে রডের দাম বাড়াতে শুরু করে। আর চলমান যুদ্ধের দোহায় দিয়ে দ্রুত বাড়াচ্ছে রডের দাম।
কারওয়ান বাজার এলাকার রড-সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান মুজাহিদ ট্রেডার্সের মালিক বলেন, গত ১০ থেকে ১২ দিন ধরেই বাড়ছে রডের দাম। প্রায় প্রতিদিনই কোম্পানির প্রতিনিধিরা নতুন দর জানিয়ে দিচ্ছেন।
দাম বেড়ে যাওয়ায় এখন তাঁরা খুব বেশি রড কিনছেন না। ঢাকা-চট্টগ্রাম রোডের মেসার্স সম্রাট ট্রেডার্সের মালিক মো. সম্রাট জানান, চট্টগ্রামে উৎপাদিত রডের দাম গত দুই সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে। বাজারে যে সকল রড পাওয়া যায়, তাঁর মধ্যে চট্টগ্রামে উৎপাদিত রডের মান সব থেকে ভাল, তাই এর দামও বাড়ছে বেশি করে।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে তিন ধরনের এমএস রড পাওয়া যায়। এর মধ্যে অটো কারখানাগুলোতে তৈরি ৭৫ গ্রেড (৫০০ টিএমটি) রড সবচেয়ে ভালো মানের রড। এই মানের প্রতি টনে রডের দাম বেড়েছে প্রায় পাঁচ হাজার টাকা। এছাড়া রয়েছে সেমি অটো কারখানাগুলোতে তৈরি ৬০ গ্রেড (৫০০ ওয়াট) এবং সাধারণ বা ৪০ গ্রেডের রড।