সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা
সাদাকালো নিউজ
ক্লাব ফুটবলের বিরতিতে এশিয়া সফরে এসেছে সদ্য বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা। চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামবে লিওনেল মেসির দল। ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার ফুটবল পরাশক্তি অস্ট্রেলিয়া।
সবশেষ কাতার বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। শেষ ষোলোর ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছিলেন লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। তবে ওই ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেয় অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে দারুণ এক সেভ করে দলকে বাঁচান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই ম্যাচের শোধ নিতেই এ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
তবে আর্জেন্টিনার সঙ্গে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পেরে ওঠা বেশ কঠিন। বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে পানামা ও কিউরাসাওয়ের বিপক্ষেও জয় পেয়েছে দলটি। তা ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে পূর্ণশক্তির দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিসংখ্যানটাও কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ছয় জয়ের বিপরীতে আর্জেন্টিনা হেরেছে কেবল এক ম্যাচে। বাকি এক ম্যাচ হয়েছে ড্র।