সঠিক সময় চেক পৌঁছালে ‘জোকার’ হতেও রাজি আলিয়া
সাদাকালো নিউজ
সদ্য মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার। মা হওয়ার পর এই ছবির মাধ্যমে পর্দায় প্রথম ধরা দেন আলিয়া ভাট। মাতৃত্বের পর শরীরে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অভিনেত্রী আগে যেমন ছিলেন, হুবহু তেমনই ফ্রেমে ধরা দিলে। যা দেখে বারবার প্রশংসা করেছেন ভক্তরা। এই ছবি নিয়ে মাঝেমধ্যেই মুখ খুলতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট এই ছবির শুটিং ও নিজেকে নিয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দেন। একজন তাকে নতুন প্রজন্মের পথপ্রদর্শক বা অনুপ্রেরণা বলে উল্লেখ করতেই হাসতে হাসতে জানান, তিনি ‘জোকার’ হতেও রাজি আছেন। যদি সঠিক সময় তার চেক পৌঁছে যায়।
মা হওয়ার পর ছবির শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল— তা নিয়েও এ দিন অনেক কথা শেয়ার করেন আলিয়া। জানান, যারা মা হন তারা যে পেশাতেই থাকুন না কেন, কখনও তিনি খুব ব্যস্ত হতে পারেন না। তার মাথায় থাকে, কাজ শেষ করে সন্তানকে সময় দিতে হবে। তাই তিনিও সঠিক সময় যত্নের সঙ্গে কাজটা শেষ করার চেষ্টা করতেন, যাতে বাকিটা সময় তিনি মেয়ে রাহাকে দিতে পারেন। এ ক্ষেত্রে তিনি ধন্যবাদ জানান, তার দিদি ও তার মাকে। তিনি যখন শুটিয়ে ব্যস্ত থাকতেন, তখন বাচ্চাকে দেখার কাজ করতেন তার মা ও তার দিদি।
রাহাকে নিয়েই কাশ্মিরে শুটিয়ে গিয়েছিলেন আলিয়া ভাট। মেয়েকে কোলছাড়া করতে চাননি তিনি। যার ফলে শুটিংয়ের মাঝে মাঝে তাকে নিয়ে কাশ্মির দেখেছেন। তিনি জানান, রাহার চোখ দিয়ে প্রথম কাশ্মির দেখার অভিজ্ঞতাই তার আলাদা।
বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভাট। তবে এখন কিছুটা বিরতি। পরিবারকে কিছুটা সময় দেওয়ার পর আবারও শুটিং সেটে ফিরবেন অভিনেত্রী। রণবীর কাপুরও এখন বেশ কিছুটা সময় পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন।