সংলাপের কোনো বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সাদাকালো নিউজ
রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংলাপের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের স্বার্থেই সবার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে হবে। সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
আজ বুধবার (৭ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে আওয়ামী লীগ একটি জনপ্রিয় রাজনৈতিকদল। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।’
এর আগে গতকাল মঙ্গলবার (৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দল আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে বসে সুষ্ঠু নির্বাচনের বাধা দূর করতে আমরা রাজি আছি। সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপির সঙ্গে আমরা আলোচনায় রাজি আছি।
আমির হোসেন আমু বলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ নেই। বিগত সময় যেমন জাতিসংঘ তারানকো সাহেবকে পাঠিয়েছিল, আমাদের দুই দলকে একসঙ্গে নিয়ে মিটিং করে বুঝিয়েছিলেন। আজকেও প্রয়োজনে এ ধরনের ঘোরাঘুরি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই।