সংঘর্ষে আহত অর্ধশত, দুজনের অবস্থা আশঙ্কাজনক
সাদাকালো নিউজ
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাহাত হোসেন, তৃতীয় বর্ষের মো. জসিম, তৃতীয় বর্ষের সাদমাম তাজ আপন ও অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আলী হোসেন।
আহত সাংবাদিকরা হলেন দীপ্ত টিভির প্রতিবেদক আসিফ, ক্যামেরাম্যান ইমরান লিপু ও এসএ টিভির সিনিয়র ক্যামেরাম্যান মো. কবির হোসেন।
নিউমার্কেটের আহত ব্যবসায়ী ও কর্মচারীরা হলেন- মো. সাজ্জাদ (২৫), মো. সেলিম (৪২), মো. রাজু (১৬), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল (১৫), মো. রাহাত (১৯), মো. আরাফাত (১৮). মো. নাজমুল (২০), মো. রায়হান (১৭), মো. আরিয়ান (১৮), মো. রাসেল (২৬), মো. হৃদয় (১৮), মো. মেহেদী (১৭), মো. শুকুর আলী (১৯), মো. আকন (১৮), মো. নাসির (২৪), মো. রিয়াজ (১৮), মো. সাজ্জাত হোসেন (১৮)। এদের মধ্যে অজ্ঞাত দুজনের অবস্থা গুরুতর।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে অন্তত ৪০ জন এসেছেন। তাদের মধ্যে ২৯ জন চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। একজনের বয়স ২৫ ও অন্যজনের ২০।