সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
সাদাকালো নিউজ
র্যাবের অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের মূলহোতা মো. আবুল কালামকে (৪১) পাসপোর্ট, জাল ভিসা ও নকল বিএমইটি কার্ডসহ গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার (১৭ জুলাই) রাতে রাজধানীর পল্টনে অভিযান পরিচালনা করে মানবপাচার ও প্রতারক চক্রের এই হোতাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১৪টি পাসপোর্ট, নকল বিএমইটি কার্ড ৬টি, আর্থিক লেনদেনের বিভিন্ন লেজার, রেজিষ্টার এবং ডায়েরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তিনি সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের সদস্য। তার জনশক্তি রফতানির কোন লাইসেন্স নেই। কিন্তু সে দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানির নামে অবৈধভাবে ভ্রমণ ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি দেশে লোক প্রেরণ করে আসছে।
এছাড়াও তাদের চক্র মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে জনশক্তি প্রেরণের প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বেকার যুবক-যুবতিদের কাছ থেকে ৭ লাখ করে টাকা হাতিয়ে নিয়ে ভূয়া ভিসার ব্যবস্থা করে দেয়। তার বিরুদ্ধে মানব পাচার ও প্রতারণা আইনে মামলা হয়েছে।