শ্রীলঙ্কায় বেকার ১৫ লাখ নির্মাণশ্রমিক
সাদাকালো নিউজ
চলমান অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় সম্পূর্ণভাবে বেকার হয়ে পড়েছে ১৫ লাখ নির্মাণশ্রমিক।
রোববার (১৭ জুলাই) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজফার্স্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রতিটি খাতেই অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে। বাদ যায়নি নির্মাণ খাতও।
রোববার (১৭ জুলাই) ন্যাশনাল বিল্ডারস অ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কার চেয়ারম্যান এম ডি পাল জানিয়েছেন, দেশটির নির্মাণ খাত থেকে ১৫ লাখ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় প্রতিনিয়ত নির্মাণসামগ্রীর মূল্য বেড়ে চলেছে। তার মধ্যে বালি ও সিমেন্টের মূল্য প্রতিদিনই বাড়ছে। এ পরিপ্রক্ষিতে নির্মাণ খাতে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।