শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা
সাদাকালো নিউজ
কদিন আগেই ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপ দলে টিকে গেছেন দিলশান মাদুশাঙ্কা ও প্রমোদ মাদুশান। এদিকে ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি দুশমন্থ চামিরার। তবে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন ডানহাতি এই পেসার। তবে এশিয়া কাপে কোন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন দীনেশ চান্দিমাল।
সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। এদিকে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ফিরেছেন পেসার লাহিরু কুমারা। চামিরাও কুমারার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১৫ সদস্যের সঙ্গে ৫ জন স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে এসএলসি। যেখানে চান্দিমালের সঙ্গী বান্দারা, নুয়ানিন্দু, জয়াবিক্রমা ও বিনুরা।
অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী নামিবিয়া,নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। ১৬ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দাসুন শানাকার দল।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান।
স্ট্যান্ডবাই: আসেন বান্দারা, প্রভীন জয়াবিক্রমা, দীনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুয়ানিন্দু ফার্নান্দো।