শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট কে এই রনিল বিক্রমাসিংহে
সাদাকালো নিউজ
গণবিক্ষোভে টালমাটাল অবস্থা শ্রীলঙ্কার। এর মধ্যেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে। আজ বুধবার পার্লামেন্ট সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বেশকিছুদিন ধরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ২২৫ আসনের পার্লামেন্টে ১৩৪ ভোট পেয়েছেন ছয়বারের এই প্রধানমন্ত্রী।
নজিরবিহীন আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে গণ-অসন্তোষ চলছে। খাদ্য ও জ্বালানি সংকটে জনগণ রাজপথে নেমে আসলে একে একে পতন ঘটতে থাকে রাজাপক্ষে শাসক পরিবারের সদস্যদের। দুই দশক ধরে দ্বীপরাষ্ট্রটির রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছিল পরিবারটি।
গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ছেড়ে পালালে শ্রীলঙ্কার রাজনৈতিক দৃশ্যপটে ফেরেন ৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে। বর্তমান পার্লামেন্টে ইউনাইটেড ন্যাশনাল পার্টির একমাত্র প্রতিনিধি তিনি। অথচ চলমান সংকটে ঘুরেফিরে প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হলেন তিনি।
মাহিন্দা পদত্যাগ করলে ষষ্ঠবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে গত ১২ মে শপথ নেন বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁকে শপথ পড়িয়েছিলেন। গণরোষে সেই গোতাবায়া দেশ ছেড়ে পালালে ১৫ জুলাই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে।
গত নির্বাচনে বিক্রমাসিংহের দলের ভরাডুবি হয়। এরপর শ্রীলঙ্কার রাজনীতি থেকে অনেকটা হারিয়ে যেতে বসেছিলেন তিনি। তাঁর এই ভাগ্য ফেরার নেপথ্যে মূলত রাজাপক্ষে পরিবারের আনুকূল্য। কারণ, পার্লামেন্টে এখনো রাজাপক্ষেদের দল শ্রীলঙ্কান পদুজনা পেরামুনা সংখ্যাগরিষ্ঠ। প্রেসিডেন্ট নির্বাচনে কার্যত তিনি তাঁদের প্রার্থী ছিলেন।