শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে
রাকিবুল ইসলাম
অর্থনৈতিক সংকট ঘিরে টালমাটাল অবস্থা শ্রীলঙ্কার। এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন রনিল শ্রীয়ান বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ নেবেন তিনি।
১৯৪৯ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন রনিল শ্রীয়ান বিক্রমাসিংহে। কলম্বোর রয়্যাল কলেজে পড়াশোনা করেছেন। এরপর ভর্তি হন সিলন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে। স্নাতক ডিগ্রী লাভের পর শ্রীলঙ্কা ল’কলেজ থেকে আইন পরীক্ষায় অংশ নেন। ১৯৭২ সালে অ্যাডভোকেটের ডিগ্রী অর্জন করেন।
১৯৯৩ সাল থেকে পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন রনিল বিক্রমাসিংহে। তাঁর দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির একমাত্র আইনপ্রণেতা তিনি।
২০২০ সালের আগস্টের নির্বাচনে ইউএনপি শোচনীয়ভাবে পরাজিত হলে রাজাপাকসে দুই-তৃতীয়য়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেন। তাঁকে মূলত পশ্চিমাপন্থী মুক্ত বাজার সংস্কারক হিসেবে দেখা হয়।
শ্রীলঙ্কার ডেইলি মিরর বলছে, গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমাসিংহে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আজ শপথ নেয়ার পর কলম্বোয় একটি মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হলেও দেশটির চলমান অচলাবস্থা শিগগিরই কাটছে না বলে মনে করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্টের পদত্যাগ ছাড়া জাতীয় ঐক্যের সরকারে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো।
এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কারফিউ উপেক্ষা করে কলম্বোয় তাঁর কার্যালয়ের বাইরে এখনো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা বলছেন, রাজাপক্ষের পরিবারের কেউ সরকারে থাকুক তাঁরা সেটা চান না।