শেহজাদ ওমরের নায়ক হয়ে ওঠার গল্প
তানজিলা ফাহিম
দেশের স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বলা হয় জাজের ব্যানারে সিনেমা মানেই ব্যবসাসফল। শুধু সিনেমা প্রযোজনায় নয়, এ প্রতিষ্ঠানের হাত ধরে রুপালি জগতে নাম লিখিয়েছেন হাল আমলের এক ঝাঁক জনপ্রিয় তারকা। এ তালিকায় আছে বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, রোশান, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেকের নাম।
এবার প্রতিষ্ঠানটির মাধ্যমে নায়ক হিসবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তরুণ এক অভিনেতা। জাজের নতুন সিনেমা মোনা’র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এই নবাগত নায়কের নাম শেহজাদ ওমর। সম্প্রতি সাদাকালো নিউজের মুখোমুখি হন এই তরুণ। একান্ত সাক্ষাৎকারে জানান তাঁর নায়ক হয়ে ওঠার গল্প।
পৈতৃকসূত্রে কুমিল্লার বাসিন্দা শেহজাদ ওমরের পুরো নাম মো. ওমর ফারুক। জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনা সবই বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এই অভিনেতা।
ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন শেহজাদ ওমর। অনুশীলনের সময় একটি দুর্ঘটনায় পূরণ হয়নি সেই স্বপ্ন। এরপর বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় নিকটজনদের উৎসাহে নেমে পড়েন শোবিজ জগতে।
শেহজাদ ওমর জানান, ২০১৩ সাল থেকে শোবিজ পাড়ায় মডেল হিসেবে ক্যারিয়ার শুরু তাঁর। মাঝে পড়াশোনার কারণে বিরতি নিয়ে ২০১৬ আবারও নিয়মিত হন তিনি। এখন পর্যন্ত মডেলিং ছাড়াও বিভিন্ন নাটক এবং টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন শেহজাদ ওমর। ওয়েব ফিল্ম মহানগরেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।
জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় নায়ক হিসেবে চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করতে পেরে উচ্ছ্বসিত এই তরুণ অভিনেতা। প্রথমবারের মতো বড় পর্দায় ‘মোনা’ সিনেমা নিয়ে আসবেন তিনি। দেশীয় আঙ্গিকে একটি ভালো মানের থ্রিলার মুভি হবে এটি।
নায়ক হিসেবে সিনেমায় অভিষেক হলেও নিজেকে একজন পূর্ণাঙ্গ অভিনেতা হিসেবে গড়ে তুলতে চান শেহজাদ ওমর।