শেষ হাসি হাসবে কে? ইংল্যান্ড নাকি পাকিস্তান!
সাদাকালো নিউজ
১৭ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো সিরিজ খেলতে আসে ইংল্যান্ড ক্রিকেট দল। আর এসেই সিরিজ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ বাকি থাকতে দুই দলই ৩-৩ সমতায় রয়েছে।
আজ (২ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। আজ যে দল জিতবে তারাই প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে।
কারণ ২০০৫ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে ইংলিশরা তো খেলতেই আসেনি। আর সেই সময়ে টি-টোয়েন্টি ছিল ভবিষ্যতের অপেক্ষায়। যদিও এরমধ্যে দুই দলের মধ্যকার সিরিজে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ইংলিশরা। পাকিস্তানের দুই সিরিজ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ৪টিতে।
কেবল সিরিজ নয় দুই দলের মধ্যকার ২৭ সাক্ষাতে ১৬টিতে জিতে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ইংলিশরা। বিপরীতে পাকিস্তানিরা জিতেছে ৯ টি-টোয়েন্টি।
যদিও এই সিরিজে দুই দলই আছে সমান সমান অবস্থানে। দুই দলই এই সিরিজে ব্যাট-বল দুই ক্ষেত্রেই নিজেদের আধিপত্য দেখিয়েছে। যদিও শেষ ম্যাচে মাঠে নামার আগে কিছুটা ব্যাকফুটে আছে পাকিস্তানিরা। দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী শারীরিক অসুস্থতার জন্য ছিটকে গেছেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন/ আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মঈন আলী (অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।