শেষ পর্যন্ত রাজনীতিবিদের গলাতেই মালা পরাচ্ছেন পরিণীতি
সাদাকালো নিউজ
বেশ কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পাত্র রাঘব চাড্ডা। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী লাল সোয়েটার, কালো প্যান্ট এবং কালো বুট জুতোয়।
টপনট চুলে গ্ল্যামারাস লাগছে অভিনেত্রীকে। বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় ক্যামেরাবন্দি হলেন পরিণীতি। সেই সময়ই তাঁকে একজন সাংবাদিক বলে উঠলেন আগামী ১০ এপ্রিল বাগদান? যদিও সেকথা গুরুত্ব দেননি অভিনেত্রী। তবে মুখে ফুটে উঠেছে এক লাজুক মিষ্টি হাসি। এদিকে জানা যায়, আগামী ১০ এপ্রিল পরিণীতি লন্ডনে জাবেন। আর তাই তার ভক্ত-অনুরাগীরা মনে করছেন ১০ এপ্রিলই তিনি লন্ডনে বাগদান সারবেন। যদিও সেই বিষয়ে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। এদিকে কিছু দিনে আগেও রাঘবের সঙ্গে পরিণীতিকে দু’দিন দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি নামী রেস্তোরাঁতে। খুব সুন্দর মুহূর্ত সময় পাড় করছিলেন তারা।
তাদের সম্পর্কের গভীরতা নিয়ে আরও জানা যায়, লন্ডনে একসঙ্গে পড়াশোনা করার সময় তারা একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছেন। অনেকের মতে, তবে কী পরিণীতির জীবনে এসেছে নতুন পুরুষ রাঘব, নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অভিনেত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, রাঘবের পরিবার পরিণীতির পরিবারকে অনেকদিন ধরেই চেনেন।