শেষ ওভারে রোমাঞ্চকর জয়ে সিরিজ নিউ জিল্যান্ডের
সাদাকালো নিউজ
কুইন্সটাউনে শনিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ১৮৩ রানের টার্গেট ছুড়ে দেয় নিউ জিল্যান্ডকে। রান তাড়া করতে নেমে টিম সেইফার্টের ঝড়ে জয়টা নাগালে নিয়ে এসেছিল স্বাগতিকরা।
এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ কিউইরা জিতে নিলো ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে সুপার ওভার থ্রিলারে হেরেছিল তারা। দ্বিতীয় ম্যাচে অ্যাডাম মিলনের দুর্দান্ত বোলিং আর সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে জিতে নিউ জিল্যান্ড।
শেষ ম্যাচে সেইফার্ট ছাড়া টম লাথাম ১ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। ১৭টি রান আসে চাদ বোয়েসের ব্যাট থেকে।
তার আগে শ্রীলঙ্কার ইনিংসটি বড় হয় টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটে। কুশাল মেন্ডিস ৪৮ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ৭৩ রান। কুশাল পেরেরা ২ চার ও ২ ছক্কায় করেন ৩৩ রান। এছাড়া পাথুম নিসাঙ্কা ২৫ ও ধনঞ্জয়া ডি সিলভা করেন ২০ রান।
বেল লিস্টার নেন ২টি উইকেট। শেষ ম্যাচে ৮৮ রান করে ম্যাচসেরা ও সিরিজে ১৬৭ রান করে সিরিজ সেরাও হন সেইফার্ট।