শেয়ার দর বৃদ্ধিতে সেরা আল-হাজ্ব টেক্সটাইল
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় মিউচ্যুয়াল ফান্ডটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৭৩.৭০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ১৯৪.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ২০.৬০ টাকা বা ১১.৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।