শেয়ারবাজারে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
সাদাকালো নিউজ
বাংলাদেশের শেয়ারবাজারে মঙ্গলবার (১৮ এপ্রিল) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ১৯৫টির।
ডিএসইতে মোট ৫৫৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৯৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত আছে ৫৬টির। দিন শেষে সিএসইতে ৫ কোটি ৭১ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।