শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় সরকারের ইচ্ছাতেই হয়েছে: প্রিন্স
সাদাকালো নিউজ
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় আওয়ামী সরকারের ইচ্ছার বাইরে হয়নি। নিম্ন আদালতকে কবজায় নিয়ে সরকার বিএনপিকে নির্মূলের নীতি অবলম্বন করেছে। সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় এই রায়কে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়েছেন প্রিন্স।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রিন্স এসব কথা বলেন। তিনি বলেন, ‘২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার যে রায় ঘোষণা করা হলো, তা নিঃসন্দেহে ফরমায়েশি। বিরোধী দলকে নির্মূলের জন্য বেছে বেছে নেতা-কর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারের নির্দেশেই রায় দেওয়া হচ্ছে।’
প্রিন্স বলেন, সাবেক এক প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে সরিয়ে দেওয়াসহ আওয়ামী সরকারের নির্দেশে আদালতকে দিয়ে অনেক কিছুই করানো হয়েছে এবং হচ্ছে। এসব কার নির্দেশে হচ্ছে সেটির জন্য বেশি লেখাপড়ার প্রয়োজন পড়ে না। সাধারণ জনগণও তা বুঝে গেছে। আইন-আদালতকেও সরকার প্রতিহিংসা চরিতার্থের রাজনীতির অনুষঙ্গ করে ফেলেছে।
বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে জানিয়ে প্রিন্স আরও বলেন, বিএনপি গণতন্ত্রে অঙ্গীকারবদ্ধ একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি বরাবরই জনগণের শক্তিকে অবলম্বন করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অতীতের মতো বর্তমান অবৈধ সরকার নানাভাবে নিজেরাই নাশকতার সৃষ্টি করে ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ চাপানোর মতো পরিকল্পনা করে বিএনপি নেতা–কর্মীদের ওপর এর দায় চাপানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে হাবিবুল ইসলাম হাবিবসহ অন্য নেতা-কর্মীদের জড়ানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে যে দণ্ড ঘোষণা করা হলো তা সম্পূর্ণরূপে ফরমায়েশি। যতই দিন যাচ্ছে, ততই একের পর এক সরকারের হিংস্র রূপের বহিঃপ্রকাশ ঘটছে, মানবিক বিবেচনাগুলো পদদলিত করা হচ্ছে। আজকে আদালতের রায়ে সরকারের নিষ্ঠুর দানবীয় রূপের আরও একটি নতুন চেহারা দেখা গেল।
বিএনপির এই নেতা বলেন, দেশব্যাপী অত্যাচার, নিপীড়ন, লুণ্ঠন, দখল এতটাই বৃদ্ধি পেয়েছে যে এগুলোকে আড়াল করতেই সাজানো মিথ্যা মামলায় বিএনপির নেতাদের জড়িয়ে আদালতকে ব্যবহার করে নির্দয় রায় দেওয়া হচ্ছে। এই রায়ও সেই নিষ্ঠুরতার অংশ। বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এই রায় ঘোষণার ঘটনা শুধু অবান্তর ও হাস্যকরই নয়, এটি একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানেরই অংশ।