শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাদাকালো নিউজ
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।”
দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ-ইতালি গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা অব্যাহত রাখবে।
জর্জিয়া মেলোনি আরও বলেন, “আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি, আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”
এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে পঞ্চমবার দেশের শাসনভার নেয়ার জন্য অভিনন্দন জানান। তাদের মধ্যে উল্লেখযোগ্য মিশর, ভারত এবং রাশিয়া।৩০ জানুয়ারি বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (১৫ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে ৩০ জানুয়ারি বিকেল ৩টায় বসবে এই অধিবেশন। এ অধিবেশনে ঠিক হতে পারে সংসদে বিরোধী দল হিসেবে কারা গণ্য হবেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
গত ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি (বুধবার) শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। সন্ধ্যায় এ শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন।
এ মেয়াদে ৩৬ সদস্যের মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন। পূর্ণমন্ত্রীর তালিকায় থাকা ২৫ জনের মধ্যে রয়েছেন: আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)। টেকনোক্র্যাট ক্যাটাগরিতে ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন।
প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন: বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।এবার রাশিয়ার তিন প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর এবং তা পরীক্ষার সঙ্গে জড়িত তিনটি রুশ সংস্থা এবং একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।মার্কিন পররাষ্ট্র দফতর গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে অস্ত্র হস্তান্তরের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এক যৌথ বিবৃতি জারির দুদিন পরই নিষেধাজ্ঞার এই পদক্ষেপ নেয়া হয়।
রয়টার্স বলছে, ইউক্রেন সংঘাতের শুরু থেকেই হাত মিলিয়েছে মস্কো এবং পিয়ংইয়ং তবে নিজেদের মধ্যে কোনো অস্ত্র চুক্তি করার বিষয়টি অস্বীকার করেছে দুই দেশই।
ব্লিঙ্কেন তার বিবৃতিতে বলেছেন, আমরা আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না। রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করে রুশ আগ্রাসনকে সমর্থন দিয়েছে উত্তর কোরিয়া। যা ইউক্রেনের জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া সিনিয়র রুশ কর্মকর্তারাও কয়েক দফায় পিয়ংইয়ং সফর করেছেন। এসব বিষয় ভালোভাবে নেয়নি পশ্চিমারা।
নতুন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সম্প্রতি হোয়াইট হাউস জানায়, উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে একাধিক হামলা চালানোর জন্য ব্যবহার করেছে রাশিয়া। পরে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই দাবির সত্যতা নিশ্চিত করেন।