শেখ জামালের হয়ে সাইফ-সোহানের হাফ সেঞ্চুরি
সাদাকালো নিউজ
ডিপিএলের সুপার লিগের তৃতীয় রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। তাদের দুইজনের পঞ্চাশোর্ধ রানের ইনিংসে ভর করে শেখ জামালের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ২৭৬ রান। সাইফ-সোহানের হাফ সেঞ্চুরির পর ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন জিয়াউর রহমান। ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি।
উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও সৈকত আলী যোগ করেন ৬৩ রান। একপ্রান্ত আগলে রেখে সাইফ হাসান করেন ৮৩ রানের ইনিংস। সাইফের পাশাপাশি ফজলে মাহমুদ রাব্বিও সেট হয়েছিলেন উইকেটে। দুইজন দ্রুতই প্যাভিলিয়নে ফিরলে ভেঙে পড়ে শেখ জামালের ব্যাটিং।
অধিনায়ক সোহানের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে পথ খুঁজে পায় শেখ জামাল। ৪৫ বলে ৫৩ রান আসে তার ব্যাটে। এছাড়াও তাইবুর রহমান ৩১ বলে ৩০ ও জিয়াউর রহমান ১৬ বলে করেন ২৭ রান।
প্রাইম ব্যাংকের পাকিস্তানি স্পিনার কাশিফ ভাট্টি ২৩ রানে নেন ৩ উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন মাহেদি হাসান, অলক কাপালি ও রেজাউর রহমান রাজা।