শিশুর কামড়ে প্রাণ গেল গোখরা সাপের
সাদাকালো নিউজ
চুয়াডাঙ্গা সদরের উজলপুর গ্রামের একটি বাড়িতে প্রচণ্ড মানুষের ভিড়। সবার আগ্রহের কেন্দ্রে ১৬ মাস বয়সী এক শিশু। কারণ খুঁজতে গিয়ে জানা গেল অদ্ভুত এক ঘটনার কথা। এতোদিন ধরে আমরা জেনেছি বা দেখেছি সাপের কামড়ে দুনিয়া থেকে বিদায় নেন মানুষ। কিন্তু সেখানে মানব শিশুর কামড়ে প্রাণ গেছে একটি সাপের বাচ্চার!
গেল মঙ্গলবার সকাল ১০টার দিকে অবাক করা এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে শিশুটিও সুস্থ আছে। ১৬ মাস বয়সী শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস। তাঁর বাবা রিয়াজুল ইসলাম। মা শিলা খাতুন। এদিকে অদ্ভুত এই ঘটনায় শিশুটির বাড়িতে ভিড় করছে কৌতুহলী গ্রামবাসী।
পরিবারের সদস্যরা জানায়, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। সেখানে খেলার সময় খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে শিশুটি।
প্রায় আধ হাত লম্বা সাপটিকে জান্নাতুলের কাছে দেখতে পায় তাঁর মা। এমন দৃশ্য দেখে মাসহ পরিবারের বাকি সদস্যরা ভয় পেয়ে যান। পরে তড়িঘরি করে শিশুটিকে হাসপাতালে নেয় স্বজনরা।চিকিৎসকরা জানান, শিশুটিকে তাঁরা প্রায় ৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিলেন। শিশুটির মধ্যে শারীরিক কোনো সমস্যা দেখা যায়নি। এ কারণে শিশুটিকে পাঠিয়ে দেয়া হয় বাড়িতে। এলাকার লোকজন সাপটিকে গোখরা বলে দাবি করেছে। একই কথা বলেন হাসপাতালের চিকিৎসকরাও।