
শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে বোলিংয়ে পাকিস্তান
সাদাকালো নিউজ
পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। এ সিরিজে ম্যাচ সংখ্যা তিনটি।
ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই পেয়েছে একটি করে জয়।
ফলে শিরোপার ভাগ্য নির্ধারণ হবে আজ। আজকের ম্যাচে জয়ী দলের হাতেই উঠবে সিরিজের শিরোপা।
অঘোষিত এই ফাইনাল ম্যাচে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সিরিজ নির্ধারনী ম্যাচে দুই দলেই আছে একটি করে পরিবর্তন। পাকিস্তান একাদশে সৌদ শাকিলের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আসিফ আলিকে। অন্যদিকে মিচেল সুয়েপসনকে বসিয়ে জেসন বেহরেনডর্ফকে একাদশে নিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে হেরে র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে গেলে ও , লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছিল পাকিস্তান।
সেই আত্মবিশ্বাস থেকেই আজকের ম্যাচেও পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো তারা। টানা তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া।