শিরোপা দিয়েই কি শেষ হবে ধোনির অধ্যায়?
দীর্ঘ দুই মাসের আইপিএল ম্যারাথনের পর্দা নামছে আজ। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। গুঞ্জন আছে, এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ধোনির আইপিএল অধ্যায়। পঞ্চম শিরোপা জয়ের হাতছানি কিংসের। আর টানা দ্বিতীয় শিরোপা জিততে মরিয়া হার্দিক পান্ডিয়ার গুজরাট।
রোববার (২৮ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম গড়াবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে মাঠের লড়াই। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টিভিতে।
বলার মতো পারফরম্যান্স নেই তবুও তিনি দলের কান্ডারি। তার অধিনায়কত্বের গুনে দশমবার আইপিএল ফাইনাল খেলার অপেক্ষায় চেন্নাই সুপার কিংস। হতে পারে মাহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। পঞ্চম শিরোপা জয়ে যেখানে তার সামনে বড় বাধা হার্দিক পান্ডিয়ার গুজরাট।
দুইয়ে দুই গুজরাট। আইপিএল-এ নিজেদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে প্রথম আসর থেকেই। দারুণ ছন্দে দলটি। হোম ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা বলেই সুযোগটা কাজে লাগাতে চান পান্ডিয়া। প্রতিপক্ষকে কাবু করতে তার হাতে আছে গিল, রশিদ, সামিদের মতো মরণাস্ত্র।
আসরে নতুন করে নিজেকে চিনিয়েছেন শুভমান গিল। শেষ চার ম্যাচে তিন সেঞ্চুরিতে ব্যাট হাতে সর্বাধিক ৮৫১ রান গিলের। তার ব্যাটিং শৈল্পিকতায় মুগ্ধ টেন্ডুলকার, ডি ভিলিয়ার্স, শেবাগের মতো সাবেকরা। দলের প্রয়োজনে ব্যাট হাতে ভূমিকা রাখতে সফল হার্দিক পান্ডিয়া ও ঋদ্ধিমান শাহরাও।
ফাইনালে তাদের টক্কর দিতে প্রস্তুত চেন্নাই ব্যাটার ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড় ও শিভাম দুবেরা। ৬ হাফ সেঞ্চুরিতে দলীয় সর্বোচ্চ ৬২৫ রান কিউই ব্যাটারের।
ব্যাটারদের মতো বোলিংয়েও আধিপত্য গুজরাটের। সেরা তিনজনই চ্যাম্পিয়ন দলের। মোহাম্মদ শামি, রশিদ খান ও মোহিত শর্মা ত্রয়ী নিয়েছেন ৭৯ উইকেট।
যেখানে চেন্নাইয়ের তুষার দেশপান্ডে, রবীন্দ্র জাদেজা ও মাথিশা পাথিরানা হতে পারেন তুরুপের তাস। পরিসংখ্যানেও পিছিয়ে চেন্নাই দু দলের ৪ দেখায় ৩-১ এ লিড গুজরাটের।
যেখানে যেভাবে শুরু সেখানে সেভাবেই শেষ হচ্ছে ১৬ তম আইপিএল। উদ্বোধনী ম্যাচেও ছিলো চেন্নাই-গুজরাট। ফাইনালেও তারা।
১ লাখ ৩২ হাজার আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের স্মারক দিয়ে পূর্নতা পাবে ৭৪ ম্যাচের দীর্ঘ ম্যারাথন। দর্শকদের মাতাতে এদিন সূরের মূর্ছনা ছড়াবেন জোনিতা গান্ধি, কিং ডিভাইন ও নিউক্লিয়া।