শিরোপা জয়ের দূরত্ব বাড়ছে রিয়ালের
সাদাকালো নিউজ
স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিন্তু চলতি মৌসুমে শিরোপার বন্দর থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে তারা। শিরোপা ধরে রাখার মিশনের সঙ্গে ক্রমেই বাড়ছে তাদের দূরত্ব।
এই যেমন রোববার রাতে রিয়াল বেটিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। আর এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে হয়েছে ৯!
রিয়ালের পয়েন্ট হারানোর রাতে দশজন নিয়ে খেলেও জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে তারা ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ম্যাচের ১৫ মিনিটে রাফিনহা জয়সূচক গোলটি করেন। আর ৫৯ মিনিটে রোনাল্ড আরাউজো লাল কার্ড দেখে মাঠ চাড়েন। বাকি সময় দশজন নিয়ে খেলেও দারুণ জয় তুলে নেয় কাতালানরা।
এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বার্সা। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।
বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে ৯ হলেও শিরোপার জন্য লড়াই চালিয়ে যেতে চায় রিয়াল। যেমনটা বলেছেন রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় লুকাস ভাসকেজ, ‘আমরা শিরোপার জন্য লড়াই চালিয়ে যাবো। এখন কেবল মার্চ মাস। এখনো অনেক খেলা বাকি আছে। আমাদের অবশ্য আরও ভালো অবস্থানে থাকা উচিত ছিল। সেই অবস্থানে থাকার মতো ভালো কিছু আমরা করেছিলামও। গেল কিছু ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। সেটি নিয়ে আমরা আসলে ভীষণ অসুখী।’
ভক্তদের তাদের ওপর আস্থা রাখতে বলে ভাসকেজ বলেছেন, ‘আমি ভক্ত-সমর্থকদের বলবো আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। আমরা যে তিনটি শিরোপার জন্য খেলছি সেগুলোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবো।’
লা লিগায় আগামী শনিবার ঘরের মাঠে এস্পানিওলের বিপক্ষে খেলবে রিয়াল। আর রোববার বার্সেলোনা খেলবে অ্যাথলেটিক ক্লাবের মাঠে।