শিরোপার কাছে থেকেও কেন ক্ষুব্ধ জাভি?
সাদাকালো নিউজ
ঘরের মাঠে জিরোনাকে হারাতে না পেরে এমনি ক্ষুব্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে গণমাধ্যমে লিগ শিরোপা সংক্রান্ত নেতিবাচক কথাবার্তা। দুইয়ের যোগফলে বেশ চটেছেন জাভি।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া বার্সেলোনা ইউরোপা লিগে বেশিদূর যেতে পারেনি। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ জিতলেও ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ফিরতি লেগে ০-৪ গোলে হারতে হয়েছে। অন্যান্য প্রতিযোগিতার সঙ্গে লা লিগার বার্সেলোনাকে মেলানো যাচ্ছে না। ১০ ম্যাচ বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে আছে কাতালান ক্লাবটি। অস্বাভাবিক কিছু না ঘটলে ২০১৮-১৯ মৌসুমের পর শিরোপা যাচ্ছে বার্সার ঘরে। এ শিরোপাকে সাম্প্রতিক বছরগুলোতে ‘সবচেয়ে সস্তা’ হিসেবে উল্লেখ করেছে স্প্যানিশ এক টেলিভিশন। জাভির ক্ষোভের কারণ সেটাই। ‘টেলিভিশনের এক অনুষ্ঠানে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নাকি সবচেয়ে সস্তা শিরোপা হতে যাচ্ছে। তাদের এমন কথায় আমি বিস্মিত, ক্ষুব্ধ। আমরা এখনো মেসি-উত্তর যুগের মধ্য দিয়ে যাচ্ছি। ছেলেরা সামর্থ্যের সেরাটা দিচ্ছে। দলগত প্রচেষ্টায় আমরা শিরোপার পথে রয়েছি। বিপরীতে প্রাপ্ত সম্মানটুকু পাচ্ছি না’—বলছিলেন বার্সেলোনার কোচ জাভি। অন্যরা কটূক্তি করলেও নিজের ওপর আস্থা রাখা জাভি লিগ শিরোপা জিতলে প্রাণভরে সেটা উপভোগ করতে চান। এ সম্পর্কে কাতালান ক্লাবটির সাবেক মিডফিল্ড জেনারেল বলেছেন, ‘বাইরের আলোচনায় আমি বিরক্ত। কিন্তু সেটার ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। আমরা নিজেদের কাজকে মূল্যায়ন করব। লিগ শিরোপা জিতলে সেটা উদযাপন করব। এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
জাভির ক্ষোভের আগে ক্যাম্প ন্যুর ম্যাচের আগাগোড়া আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। ম্যাচে ১৮ শট নেওয়া বার্সা গোলমুখ খুলতে পারেনি। এদিন আক্রমণভাগ ত্রয়ী আনসু ফাতি, রবার্ট লেভানডোভস্কি ও রাফিনহো ছিলেন নিষ্প্রভ। বিরতির পর ফাতি ও রাফিনহোকে তুলে নিয়ে বিকল্প পরিকল্পনায় গিয়েও সফল হননি জাভি। পঞ্চম মিনিটে ফাতি-লেভানডোভস্কি রসায়নে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ৯, ৩৬, ৪৬, ৭৮ ও ৮৩ মিনিটে গোলের সুযোগ সৃষ্টি করলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা।
২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপার প্রতীক্ষায় জাভির দল। সমান ম্যাচ থেকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। ২৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ স্থানে আছে জিরোনা। আগামী রোববার পরের ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ গেটাফ। রিয়াল মাদ্রিদ খেলবে কাদিসের বিপক্ষে।