শিবপুরে বাড়িতে ঢুকে চেয়ারম্যানকে গুলি, আটক ৪
সাদাকালো নিউজ
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ব্যক্তি হলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ।
স্থানীয়রা জানান, শনিবার ভোর সোয়া ৬টায় শিবপুর থানা সংলগ্ন নিজ বাসার ড্রইং রুমে ঢুকে হারুনুর রশিদ খানকে গুলি করে সন্ত্রাসীরা। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, হারুনুর রশিদ খানকে গুলির ঘটনায় রোববার দুপুর পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি নির্জন বাড়ি থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা করেছে।
তিনি আরও জানান, আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে থানায় অভিযোগ দেবেন। বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।