শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান
সাদাকালো নিউজ
জাপানের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকা শিনজো আবেকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছে দেশটির মানুষ।
আল-জাজিরা জানায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা থেকে শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান শুরু হয়। টোকিওতে শিনজো আবের স্ত্রী স্বামীর মরদেহের ভস্ম নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। সেখানেই হাজারো মানুষ আবেকে শ্রদ্ধা জানিয়েছেন।
শিনজো আবেকে শ্রদ্ধায় অনুষ্ঠানস্থলের সবাই কালো পোশাক পরিধান করেছিলেন।
গত জুলাই মাসে নির্বাচনী প্রচারণার সময় নিহত শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে প্রায় চার হাজার ৩০০ অতিথি উপস্থিত ছিলেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফুক, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সো, ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে-কার্পিও, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মা’রুফ আমিন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল অনুষ্ঠানে থাকেন।
অন্ত্যেষ্টিক্রিয়ার নিরাপত্তা নিশ্চিতে ২০ হাজার পুলিশ, এক হাজার সেনা দায়িত্ব পালন করেন।
সামরিক বাহিনী শিনজো আবেকে শ্রদ্ধা জানাতে ১৯টি ফাঁকা গোলা ছোঁড়া হয়।
টোকিওর একটি হলের ভেতরে শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। একারণে সাধারণ জনগণের জন্য হলের বাইরে কিছু নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হয়। সেখানেই ফুল দিয়ে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ।