শিক্ষামন্ত্রী হয়েই পরিবর্তনের আভাস দিলেন নতুন কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতির
সাদাকালো নিউজ
গত কয়েক মাস ধরেই অভিভাবকদের চিন্তার শেষ নাই। কি আছে নতুন কারিকুলামে? কিভাবে হবে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন? শিক্ষকদের মধ্যেও গুঞ্জন ছিলো, কিভাবে মূল্যায়ন করবেন শিক্ষার্থীদের?
শিক্ষামন্ত্রী হয়ে এসকল প্রশ্নের উত্তর দিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেছেন, ‘নতুন কারিকুলামে বেশ কিছু অন্তর্ভুক্তি (ইনপুট) আসছে। এগুলো আমরা বিচার-বিশ্লেষণ করে দেখছি। এখানে যে বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো অবশ্যই আমরা পরিবর্তন করব। তিনি বলেন, কর্মসংস্থান-সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই।”
শুক্রবার বিকেলে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই পরিবর্তনের আভাস দিলে নতুন শিক্ষামন্ত্রী।
শিক্ষান্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করব। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’
পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করার কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘কর্মসংস্থান-সংশ্লিষ্ট যত দক্ষতা আছে, সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই। এতে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় রয়েছে, আমরা নিজেরাও পুরো শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই।