শাহবাগে আজও ট্রেইনি চিকিৎসকরা
সাদাকালো নিউজ
মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার করা হলেও এতে সন্তুষ্ট নন ট্রেইনি চিকিৎসকরা। এ ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনকারী চিকিৎসকরা আজও শাহবাগে অবস্থান নিয়েছেন।
সোমবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের পাশে অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন বলেন, ‘আমাদের যে ভাতা বাড়ানো হয়েছে, তা সন্তোষজনক নয়। বর্তমান বাজারে অল্প টাকায় আমাদের জন্য চলা কঠিন। আমরা পাঁচ হাজার টাকার জন্য আন্দোলনে নামিনি। আমাদের দাবি, ৫০ হাজার টাকা ভাতা করতে হবে।’
মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে গতকাল রবিবার শাহবাগ-কাটাবন সড়কে অবস্থান নেন আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকরা।
পরে আন্দোলনকারীদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। সেখানে উপাচার্য তাদের আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে রাস্তা ছাড়েন তারা।
পরে সরকার ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে অবস্থান নিলেন আন্দোলনকারীরা।