শাহজালালে মার্কিন নারীর কাছে মিলল ৫৯ স্বর্ণ বার
রাকিবুল ইসলাম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি স্বর্ণসহ এক নারীকে ধরা হয়েছে। আটক সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। আজ মঙ্গলবার ওই নারীকে ধরে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট।
জানা গেছে, আটক নারী যাত্রীর নাম শাহনাজ চৌধুরী। তিনি মার্কিন নাগরিক। বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাঁকে ধরা হয়। তিনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। দুবাইয়ে ট্রানজিট করেন।
ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা বলেন, তাঁদের কাছে খবর ছিল, এমিরেটস এয়ারলাইনসের এক যাত্রীর মাধ্যমে সোনা পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে বিমানবন্দরের প্রতিটি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।
আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির সন্দেহভাজন যাত্রী হিসেবে শাহনাজ চৌধুরীকে শনাক্ত করা হয়। প্রাথমিক পর্যায়ে তিনি সোনা বহনের কথা অস্বীকার করেন। পরে তাঁর কাছ থেকে ৫৯টি বার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর দেশের একটি গণমাধ্যমকে বলেন, উদ্ধার সোনার বারের ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
তিনি আরও বলেন, কাস্টমস হাউজের বিধি অনুযায়ী ওই যাত্রীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।