শাবনূরকে পাশে নিয়ে কী বার্তা দিলেন নায়িকা পূর্ণিমা ?
সাদাকালো নিউজ
সম্প্রতি সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে ভ্রমণে গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সেখানকার দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন আর সেসব মুহূর্তের ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে দীর্ঘদিন ধরেই সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দেশ থেকে যখন কোনো শিল্পী অস্ট্রেলিয়ায় যান, শাবনূরের সঙ্গে তাদের দেখা হয়েই যায়। সেই তালিকায় বাদ গেলেন না পূর্ণিমাও।
তেশরা মার্চ নিজের ফেসবুক পেজে শাবনূরকে নিয়ে লাইভে হাজির হন পূর্ণিমা। দুই তারকা একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ। তারা যে পরস্পর কত আন্তরিক তা এ লাইভ দেখে বোঝা যায়। এছাড়া দুজনই তাদের ঘিরে গুঞ্জন নিয়ে কথা বলার পাশাপাশি একসঙ্গে সিনেমায় কাজ করার কথাও জানিয়েছেন। তবে সেটা ঢাকার নয় অস্ট্রেলিয়ার সিনেমায়।
লাইভে পূর্ণিমা বলেন, আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে। সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। এটা একটু পরিষ্কার করে দাও তো।’ এরপর পূর্ণিমা বলেন, এই যে দেখো আমরা মিলে-ঝিলে আছি। আমাদের মধ্যে খারাপ সম্পর্ক না। আসলে আমাদের মধ্যে ফুলে ফুলে সম্পর্ক। তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী।
অতীতের স্মৃতি মনে করে পূর্ণিমা বলেন, একটা সত্যি ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট। তার যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না! কোনো ছবির ধারে-কাছে যেতে পারছিলাম না।
পূর্ণিমা বলেন, যখনই আমি শুটিং করতাম, তখন নির্মাতা-কোরিওগ্রাফাররা বলতেন, ‘কী এক্সপ্রেশন দাও! শাবনূরের মতো করো। শাবনূরের চোখ কথা বলে, ঠোঁট কথা বলে; তার পায়ের যোগ্যতাও নেই।’ এসব শুনে আমি কোনায় গিয়ে কাঁদতাম।’
এরপর শাবনূর বলেন, ‘পূর্ণিমার এত গুণ! আমার মনে হয় আমি ওর মতো পারবো না। এত সুন্দর করে কীভাবে কথা বলে, স্টেজে পারফরম্যান্স করে। ওর আসলে গুণের শেষ নেই। দেখতেও সুন্দর। ওর তুলনা ও নিজেই। আমি অনেক খুশি হয়েছি, ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’
লাইভের শেষের দিকে পূর্ণিমার সঙ্গে সিনেমা করার আশ্বাসও দেন শাবনূর। তবে সেটা ঢাকায় নয়, বরং অস্ট্রেলিয়ায় হবে। শাবনূর বলেন, ‘আমরা দুজন আবার ছবি করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো। ইচ্ছে আছে করার। এখনই বলতে পারছি না, কতদূর করতে পারব। কিন্তু চেষ্টা করতে অসুবিধা নাই।’