শাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন: রহমত উল্ল্যাহ
সাদাকালো নিউজ
ঢাকাই নবাবকে নিয়ে অভিযোগের অন্ত নেই। শেষ ক’বছরে ব্যক্তিগত ইস্যুতে চরম বিরক্ত তিনি। অপু-বুবলীর অভিযোগ সেই সঙ্গে পূজা-গুঞ্জন তো রয়েছেই। এর পাশাপাশি বিগত কয়েকটি সিনেমার ব্যর্থতা, একের পর এক নতুন প্রজেক্ট হাতছাড়া; সবমিলিয়ে ক্যারিয়ারের অন্তিম প্রহরেই যেন অবস্থান করছেন শাকিব খান।
এবার নায়কের প্রায় শেষ হওয়া ক্যারিয়ারের কফিনে যেন, শেষ পেরেক মারলেন অস্ট্রেলিয়া প্রবাসী এক প্রযোজক। যার নাম রহমত উল্ল্যাহ। তিনি বহুল আলোচিত ‘অপারেশন অগ্নিপথ’র অন্যতম প্রযোজক। ছবিটির কিছু অংশের শুটিং হয়ে আর আলোর মুখ দেখেনি।
বুধবার শাকিব খানের বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ দাখিল করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেখানে তিনি অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও আপত্তিকর কর্মকাণ্ডের মতো গুরুতর সব অভিযোগ তুলেছেন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে চুক্তিমতে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া আসেন শাকিব খান। কিন্তু শাকিব খানের অপেশাদার আচরণের কারণে ছবিটি আলোর মুখ দেখেনি।
‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিং চলাকালীন শাকিব খান দ্বারা যেসব ক্ষতির সম্মুখীন হয়েছেন, তার একটি তালিকাও উল্লেখ করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। যার প্রথমে রয়েছে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেয়া সত্ত্বেও কোনো রকমের পূর্ব ঘোষণা ছাড়াই শুটিং বাতিল করে দিতেন শাকিব। দ্বিতীয়ত, শুটিং’এর মাঝেই অদ্ভুত রকমের খাবারের আবদার করতেন। যা খুঁজে পাওয়া কষ্টকর হতো। এতে শুটিং’এর কাজে যেমন ব্যাঘাত হতো তেমনি নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গিয়েছিলো চলচ্চিত্রের নির্মাণ ব্যয়।
তৃতীয়ত, নিজের ইচ্ছেমতো শুটিংএ আসতেন শাকিব। অনেক সময় ব্যয়বহুল সেট বানিয়ে অপেক্ষা করতে হতো নায়কের জন্য। তিনি এসে দুই ঘণ্টা থেকে আবার চলে যেত।
এছাড়াও আরও দুটি পয়েন্টে শাকিবের বিরুদ্ধে আপত্তিকর কর্মকাণ্ডের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। যেখানে প্রযোজক তুলে ধরেন হোটেল কক্ষে শাকিব খানের আপত্তিকর জীবনাচরণ এবং শুটিং ইউনিটের সহকর্মীর শ্লীলতাহানির মতো বিব্রতকর ঘটনা। যার সূত্র ধরে মোকদ্দমাও হয়েছে অষ্ট্রেলিয়ায়।
রহমত উল্ল্যাহর দাবি, পরবর্তীতে তিনি শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘২০১৮ সালে তিনি শাকিব খান আবার অস্ট্রেলিয়ায় আসলে অস্ট্রেলিয়ার পুলিশ তাকে আটক করে। সামাজিক চাপে ভুক্তভোগী মুখ খুলতে না চাওয়ায় শাকিব সে যাত্রায় ছাড়া পেয়ে যান।
‘অপারেশন অগ্নিপথ’ ছবির পরিচালনা করছিলেন আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা হিসেবে যুক্ত হয়েছিলেন সিবা আলী খান। তাদের পক্ষ থেকে অবশ্য কোনও অভিযোগের খবর প্রকাশ্যে আসেনি।
এদিকে সমিতিগুলোতে অভিযোগ জমা পড়ার পর থেকে ঢালিউড পাড়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে শাকিব খানের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।