শততম উইকেট শিকারে মুস্তাফিজের রেকর্ড
সাদাকালো নিউজ
বর্তমানে মুস্তাফিজুর রহমানের বাউন্সার সামলাতে ব্যর্থ ডেভিড মালান। তার ওই বল মালানের ব্যাটে লেগে উইকেটের পেছনে গেলে দারুণ এক লাফে ক্যাচ তালুবন্দি করেন লিটন দাস। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টি উইকেট শিকারের কীর্তি গড়লেন মুস্তাফিজুর রহমান। আর পুরো বিশ্বে ৬ষ্ঠ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন।
ক্যারিয়ারের ৮১তম ম্যাচে এসে শত উইকেটের দেখা পেলেন কাটার মাস্টার। বিশ্বের তৃতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়লেন। মুস্তাফিজ ছাড়াও পেসার হিসেবে আছেন শত উইকেট ক্লাবে আছেন টিম সাউদি ও লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজ ছাড়া একজন ক্রিকেটারেরই টি-টোয়েন্টিতে শত উইকেট নেওয়ার কীর্তি আছে। তিনি হলেন সাকিব আল হাসান। বর্তমান আন্তর্জাতি টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি তার।