লোকসান বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের
সাদাকালো নিউজ
বড় লোকসানের মুখে পড়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩০ জুন সময়ে প্রতিষ্ঠানটির আয়ের বিপরীতে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কোম্পানির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ৬৫ পয়সা করে।
টাকার অংকে সে হিসেবে ২০২২ সালের চেয়ে ১৪ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৬৫৯ টাকা বেড়ে লোকসান দাঁড়িয়েছে ৫৯ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৩৫৬ টাকা। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে লোকসান ছিল ৪৬ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৬১৯ টাকা।
লোকসান বাড়ায় চলতি বছরের গত ৩০ জুন সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ১৬৪ টাকা ৩৯ পয়সা।
টানা চার বছর শেয়ারহোল্ডাদের লভ্যাংশ না দেওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬টি। কোম্পানির মঙ্গলবার দিনের শুরুতে মূল্য ছিল ৫ টাকা ৮০ পয়সা। কোম্পানির ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।