লেনদেনের আগে দুঃসংবাদ দিলো মিডল্যান্ড ব্যাংক
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাওয়া মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি দুঃসংবাদই দিয়েছে।
প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৫৮ শতাংশেরও বেশি। ব্যাংকটি ২৭ মার্চ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করতে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে মিডল্যান্ড ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৫ কোটি ৪৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ২৬ কোটি ৫৬ লাখ টাকা বা ৫৮ দশমিক ৪০ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা হয়েছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ৮০ পয়সা।
এদিকে ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৩৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ কোটি ৪৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৬ লাখ টাকা বা ১০ দশমিক ১৮ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা হয়েছে ১৫ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ১৮ পয়সা।