
লিওনেল মেসি ফিরছে কী ন্যু ক্যাম্পে ?
সাদাকালো নিউজ
অর্থনৈতিক জটিলতার কারণে ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ও লিওনেল মেসির সম্পর্কের অবসান হয়। দুই বছরের চুক্তিতে গত বছরের আগস্টে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু ভবিষ্যতে ন্যু ক্যাম্পে তার ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সবশেষ বার্সার ভাইস প্রেসিডেন্ট এদুয়ার্দ রোমেউ দাবি করলেন, আগামী মৌসুমে মেসির ক্লাবে ফেরা ‘আর্থিকভাবে সম্ভব’।
পিএসজির সঙ্গে ২০২৩ সালের জুনে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। আগামী মৌসুমে তিনি কী করবেন, সেটা এখনও জানাননি। আপাতত কাতার বিশ্বকাপ নিয়ে নিমগ্ন তিনি। যদিও ন্যু ক্যাম্পে তার ফেরার গুঞ্জন কমেনি এতটুকু।
রোমেউ কাতালুনিয়া রেডিওকে বলেন, ‘এটা আর্থিকভাবে সম্ভব, কারণ সে ফিরতে পারে ফ্রি এজেন্ট হয়ে। কিন্তু এই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ ও খেলোয়াড়। এসব সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না। কিন্তু এটা কার্যকর হতে পারে।’