লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন মেসি
সাদাকালো নিউজ
বিশ্বকাপ জয়ের পরই লিওনেল মেসির সর্বজয়ের ষোলকলা পূরণ হয়ে গিয়েছিল। গেল ডিসেম্বরে কাতারে সে অর্জন মেসিকে নিয়ে যাচ্ছে আরও অর্জনের কাছে। ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। এবার জিতলেন লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারও।
ব্যক্তিগত ও দলীয় সব ধরনের খেলা খেলোয়াড়দের পারফর্ম্যান্স আর অর্জন বিচারে দেওয়া হয় এই পুরস্কারটা। সেখানে এবার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটা উঠেছে মেসির হাতে। তিনি অবশ্য একা নন, বর্ষসেরা দলের পুরস্কারটা জিতেছে তার দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গেল বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘোচায় আর্জেন্টিনা। মেসি ছিলেন সে দলের অধিনায়ক। ৭ গোল করে, ৩টি করিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। বিশ্বকাপ জেতার পাশাপাশি তাই গোল্ডেন বলের পুরস্কারটাও জিতেছিলেন তিনি।
সে বিশ্বকাপের পারফর্ম্যান্স এবার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার এনে দিল তাকে। তার দলের অর্জনের ফলে তিনি গড়ে বসেছেন অনন্য এক রেকর্ড। লরিয়াস পুরস্কারের ইতিহাসে কখনো কোনো খেলোয়াড় একই বছরে বর্ষসেরা ক্রীড়াবিদ আর বর্ষসেরা দলের পুরস্কার জেতেননি। মেসিই প্রথম জিতলেন।
এর আগে ২০২০ সালে মেসি জিতেছিলেন এই পুরস্কার। তখনও একটা রেকর্ড গড়েছিলেন বটে। দলগত খেলা থেকে প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কারটা উঠেছিল তার হাতে। দুই বছর পর আবারও জিতলেন। মেসি বাদে অন্য কোনো ফুটবলার এখন পর্যন্ত জেতেননি এই পুরস্কার।
আজ প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘এটা বিশেষ একটা সম্মান। বিশেষ করে, এ বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা হচ্ছে প্যারিসে, যে শহরটা ২০২১ সালে আমাকে বরণ করে নিয়েছে, সেখানে! আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দল নয়, পিএসজির সতীর্থদেরও। এ সব কিছু আমি একা জিতিনি। আমি সব কিছু তাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি, সেজন্য আমি গর্বিত।’