লভ্যাংশ বিতরণে সম্মতি পেলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিতরণ করার সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান করা হবে।
সোমবার (১৭ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর এই বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।