লভ্যাংশ দেবে প্রাইম ইসলামী লাইফ
সাদাকালো নিউজ
শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অর্থাৎ বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ২০ পয়সা করে মুনাফা দেবে প্রতিষ্ঠানটি।
জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ লভ্যাংশ অনুমোদন করেছে প্রতিষ্ঠানটির পর্ষদ। বৃহস্পতিবার (২৩ মার্চ) কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগের বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তবে তার আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে। ওই দিন দুপুর ১২টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।
লভ্যাংশ ঘোষণা করায় সোমবার (২৭ মার্চ) শেয়ারটি লেনদেনের কোনো সীমারেখা থাকবে না। সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ৫৬ টাকা ৬০ পয়সায়।