রোনাল্ডোকে নিয়েই নেশন্স লিগে পর্তুগাল
বয়স ৩৯ পেরোতে চলেছে। তার ওপর সবশেষ ইউরোতেও গোলের দেখা পাননি। পেনাল্টি গোল করতে না পেরে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। সেই তাকে নেশন্স লিগের দলে রাখবেন কিনা পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস তা নিয়ে প্রশ্ন ছিলই। তবে শেষ পর্যন্ত রোনাল্ডোকে রেখেই ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন মার্তিনেস।
নেশন্স লিগের ২ ম্যাচের জন্য শুক্রবার ২৫ জনের দল ঘোষণা করেছে পর্তুগাল। যেই ম্যাচ দুটি হবে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। যেই দলে জায়গা হয়েছে রোনাল্ডোর। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৩০ গোলের মালিককে বাদ দেননি মার্তিনেস।
শুধু নেশন্স লিগই নয় ২০২৬ বিশ্বকাপের নতুন চক্র সামনে রেখে আরও ৩ তরুণ ফুটবলারকে দলে ডেকেছেন মার্তিনেস। তারা হলেন, চেলসির ২১ বয়সী ডিফেন্ডার রেনাতো ভেইগা, লিলের ২২ বছর বয়সী ডিফেন্ডার চিয়াগো সান্তোস ও স্পোর্টিং লিসবনের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড জিওভানি কুয়েন্দা।
অন্যদিকে বাদ পড়েছেন কদিন আগে ম্যানচেস্টার সিটি ছেড়ে আল হিলালে পাড়ি জমানো ৩০ বছর বয়সী ডিফেন্ডার জোয়াও কান্সেলো। এই মাসের শুরুতে অবসরে যাওয়ায় স্বাভাবিকভাবে দলে নেই আরেক ডিফেন্ডার পেপে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। তিন দিন পর ঘরের মাঠেই স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো