রোনালদো-নেইমার ফিরলেন খালি হাতে, মেসির ভাগ্যে কী আছে?
সাদাকালো নিউজ
কাতার বিশ্বকাপে ইতোমধ্যে ব্রাজিলের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে নেইমাররা। এ অঘটনের ঠিক ২৪ ঘণ্টা পরেই বিদায় নিতে হয়েছে আরেক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এখন শুধু টিকে আছেন লিওনেল মেসি।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠা আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্রোয়েশিয়াকে। ১৩ই ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দল মাঠে নামবে।
নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করায় ফিফা বিশ্বকাপে মোট ১০ গোল হলো মেসির। এই বিশ্বকাপেই তিনি করলেন ৪ গোল। এর মাধ্যমে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ১০ গোল আছে গ্যাব্রিয়েল বাতিস্তুতার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমে হাজারতম ম্যাচের মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। তার গোলসংখ্যা দাঁড়ালো সব মিলিয়ে ৭৮৯। বিশ্বকাপের শুরু থেকেই দারুন ছন্দে আছেন ক্ষুদে জাদুকর।
এদিকে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। মেসিদের মতো তারাও জয় পেয়েছে টাইব্রেকারে। এবারই কিন্তু প্রথম নয় যে, বিশ্বমঞ্চে দেশ দুটি একে অপরের মুখোমুখি হয়েছে, এর আগেও এই দুই দল মোকাবিলা করেছে।
১৯৯৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম সাক্ষাৎ হয় দেশ দুটির। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয় তাদের। যেটি বৈশ্বিক আসরে প্রথম। এরপর ২০০৬ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তৃতীয়বারের মতো সাক্ষাৎ হয় তাদের। ২০১৪ সালে চতুর্থবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবার সাক্ষাৎ হয় দল দুটির। এরপর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে পঞ্চমবারের মতো সাক্ষাৎ হয়।
সবমিলিয়ে ৫ ম্যাচে ক্রোয়াটরা জয় পেয়েছে দুটিতে। অমীমাংসিতভাবে শেষ হয় একটি। আর্জেন্টিনার কাছে হারতে হয় দুইবার। তবে বিশ্বকাপের পরিসংখ্যানে দুটি দেশ সমানে সমান। দুইবারের দেখায় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া জিতেছে একটি করে ম্যাচ।