রোদ চশমা কেনার আগে যা মনে রাখবেন
তানজিলা ফাহিম
বাইরে প্রচন্ড রোদ। এরমধ্যেই বের হতে হয় নানা প্রয়োজনে। নিজের স্টাইল অথবা চোখের সুরক্ষায় অনেকেই ব্যবহার করেন সানগ্লাস বা রোদ চশমা । এই চশমা যেমন আপনাকে দেয় স্টাইলিশ লুক, তেমনি চোখকেও রাখে সুরক্ষিত। তাই রোদ চশমা কেনার আগে চোখের সুরক্ষা এবং স্টাইল—দুটি দিকই মাথায় রাখুন।
রোদ চশমার বেশিরভাগ ব্যবহার ফ্যাশনের জন্য। তবে প্রয়োজনেও অনেকেই রোদ চশমা পরেন। যাদের চোখে পাওয়ারের সমস্যা রয়েছে তাদের জন্য চশমা পরা বাধ্যতামূলক। অনেকেই শুধুই স্টাইলিশ লুক আনতেও ব্যবহার করেন চশমা।
স্টাইলের জন্য চশমা কিনতে হলে জানতে হবে কোন মুখে কেমন ফ্রেমের চশমা মানায়। যদি তা বুঝতে না পারেন, তাহলে আপনার লুকে স্টাইলিশ ভাব আসবে না একদমই। হবে হিতে বিপরীত। আপনাকে নিয়ে মানুষ হাসাহাসিও করতে পারে। তাই আপনার মুখের সাথে কেমন ধরণের ফ্রেম মানাবে তা বুঝে নেয়া জরুরী। চলুন জেনে নিই কোন আকারের মুখে কেমন ফ্রেমের চশমা মানানসই।
চারকোণা মুখে সবচেয়ে বেশি মানায় গোল, ক্যাট আই ও কার্ভড ধরণের ফ্রেমের চশমা। চশমার ফ্রেমের এই আকার চোয়ালের চারকোণা ভাবটা দূর করে। ভারসাম্য আনে মুখের। চারকোণা মুখে– ওপরে সমান, পুরু ও চারকোণা আকারের ফ্রেম একেবারেই মানানসই নয়।
গোল মুখে আয়তাকার বা চারকোণা ফ্রেমের চশমা বেশ ভালো মানায়। পরতে পারেন পুরু ফ্রেমের চশমাও। মোট কথা গোল মুখের ব্যক্তিরা এমন ফ্রেমের চশমা ব্যবহার করুন যাতে মুখ আরও বেশি গোল না দেখায়। এড়িয়ে চলুন গোল ও ছোট ফ্রেমের চশমা।
আপনার মুখ যদি ডিম্বাকৃতি হয়— অভিনন্দন। যে কোনো আকারের ফ্রেম মানাবে আপনার মুখে। আপনার মুখের সবচেয়ে ভালো সুবিধা এটাই। তবে গোল বা চারকোণা ফ্রেমের চশমা বেশি মানাবে ডিম্বাকৃতি মুখের অধিকারী মানুষের। খুব ছোট ও অনেক বড় আকারের ফ্রেম না পরা ভালো।
হৃদয় আকৃতির মুখের একটু সমস্যা আছে। মুখের নিচের অংশের তুলনায় কপাল একটু বড় তাদের। তাই তাদের জন্য এমন ফ্রেমের চশমা দরকার যা কপাল থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে পারে। এর জন্য চারকোণা, আয়তাকার ও ক্যাট আই ফ্রেম মানিয়ে যায় তাদের। চেষ্টা করবেন ওপরে নিচে সমান আকারের ফ্রেম ব্যবহার করার।
লম্বাটে মুখের জন্য একটু বড় আকারের চশমার ফ্রেম বেঁছে নিন। এতে মুখের লম্বাটে ভাব দূর হবে। তাই ছোট আকারের এবং চারকোণা ফ্রেমের চশমা থেকে দূরে থাকা ভালো।
এবার চলুন জেনে নিই, রোদচশমা ব্যবহারের নিয়মকানুন। আসলে রোদ চশমা পরার কোনো বাঁধাধরা নিয়ম নেই। সুবিধাজনক এবং মুখের সঙ্গে মানানসই চশমা পরলেই হবে। বাজারে পুরুষ ও নারীদের জন্য আলাদা রকমের রোদচশমা আছে। যাচাই-বাছাই করে পছন্দমতো রোদচশমা কিনতে পারেন। তবে কেনার আগে এই কথাগুলো মাথায় রাখবেন।
রোদচশমা চোখের সুরক্ষা দেয়। প্রখর রোদে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায় চোখকে। তাই চশমা কেনার সময় তা অতিবেগুনি রশ্মি সুরক্ষিত কি না, তা অবশ্যই দেখে নেবেন। চশমার ফ্রেম আপনার মুখের গড়নের সঙ্গে যায় কি না, তা দেখে নিন। মুখের আকারের সঙ্গে ফ্রেমের আকার বাছাই করতে কয়েকটি চশমা পরে দেখুন।
ফ্রেম কিসে তৈরি, সে বিষয়টি বিবেচনায় নিন। আপনার সঙ্গে মানানসই হবে, এমন ধাতব, প্লাস্টিক বা টাইটেনিয়াম ফ্রেম নিতে পারেন। গ্ল্যামার হিসেবে চশমার লেন্সের বিভিন্ন রং থেকে বেছে নিতে পারেন। সবুজ, ধূসর, বাদামি, হলুদ, সোনালি, গোলাপি বা নীল রঙের মধ্যে থেকে পছন্দ করুন। চশমা কেনার সময় মানের সঙ্গে আপস করবেন না। চশমা যাতে কিছুদিন টেকে, এমন চশমা কিনুন।