রোজা রেখে সেঞ্চুরি হাঁকালেন সাব্বির রহমান
কিছুদিন আগেও সাব্বির রহমান রুম্মানকে খুঁজে পাচ্ছিলেন না অনেকে। একটা সময় যাকে ভাবা হতো জাতীয় দলের কাণ্ডারি। সেই সাব্বিরই ফর্ম হারিয়ে চলে গিয়েছিলেন প্রাদপ্রদীপের আলোর বাইরে। সেই সাব্বির আবারও আলোচনায় এলেন ঢাকা প্রিমিয়ার লিগে শতক হাঁকিয়ে।
প্রায় তিন ঘণ্টা ব্যাটিং করে সাব্বির পেয়েছেন ক্যারিয়ারের ৪ নম্বর লিস্টেজ সেঞ্চুরি। বৈশাখের কাঠফাঁটা গরমে রোজাটাও রেখেছিলেন লিজেন্ড অফ রূপগঞ্জের এই ব্যাটার। সেঞ্চুরি হাঁকিয়েয় সৃষ্টিকর্তার দরবারে আনুগত্য প্রকাশ করেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে সাব্বির যখন সেঞ্চুরি করলেন, তখন চারদিক থেকে তাঁকে অভিনন্দন জানান প্রতিপক্ষ থেকে শুরু করে সবাই। হবেই বা না কেন, এদিন সাব্বির যেন হয়ে উঠেছিলেন নিখুঁত একজন শিল্পী। নিপুন কারুকাজে যেন এঁকেছেন ১২৫ রানের আলপনা।
সুপার লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে ১২৫ রানের ঝলমলে ইনিংস খেলেন সাব্বির। ১১১ বল মোকাবেলা করে গড়া এই ইনিংসে ছিল ৮টি করে চার-ছক্কা। ম্যাচ শেষে ম্যাচ সেরার খেতাব নিয়ে সাব্বির জানান, এটাই তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।
দেশের একটি গণমাধ্যমকে সাব্বির বলেন, ‘সম্ভবত এটাই সেরা। অনেক ম্যাচই আছে। আজকের ম্যাচটা এত গরমের মধ্যে, রোজা রেখে, ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এটা সেরা ইনিংসগুলোর মধ্যে অন্যতম।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী লক্ষ্য হল এই পারফরম্যান্স ধরে রাখা। একটা ভালো ইনিংস হয়েছে, আরও দুই-তিনটা হলে আমার জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে। এমনকি আমার ভবিষ্যতের জন্যও ভালো হবে।’