রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় রিয়েক্টর বসবে অক্টোবরে।
সাদাকালো নিউজ
কুশিমার মতো ঘটনা ঘটলেও দুর্ঘটনা ঘটবে না। কোর ক্যাচার থাকায় গ্যাস ফেটে বের হবে না বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আজ শনিবার বঙ্গবন্ধু নভোথিয়েটার সভাকক্ষে নতুন বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশে পরমাণু শক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি আয়োজন করেন, এটমিক রিপোর্টার্স বাংলাদেশ এআরবি।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর। তিনি জানান, রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোন রকম বিকিরণ ছড়ানোর সম্ভাবনা নেই। এনার্জি সিকিউরিটি এখন রাষ্ট্রীয় সিকিউরিটির সমান।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। তিনি জানান, চিকিৎসা সেবায় পরমাণু বিজ্ঞান দারুণভাবে কাজ করে যাচ্ছে। ক্যান্সার ও থাইরয়েডের মতো জটিল রোগ চিহ্নিত করা এবং এর চিকিৎসা দেয়া হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি কমিশনে যাওয়ার ২ বছর পর থেকে রিপ্রেমেন্ট শুরু হবে। পরিশোধ হবে ৬০ বছর ধরে। এরপরও ২০ থেকে ৩০ বছর সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানান, অনেক টাকা খরচ করে রূপপুরে কোরক্যাচার বসানো হয়েছে শুধু মাত্র জনগণের নিরাপত্তার কথা ভেবে। এখানে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।
এআরবি সভাপতি আরিফুর সাজ্জাতের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুন নূর।