রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
সাদাকালো নিউজ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপ প্রতিহত করবে রাশিয়া লাভরভের এমন বক্তব্য নিয়ে মিলার বলেন, যে দেশ প্রতিবেশী দেশের নারী-শিশু, হাসপাতাল এবং স্কুলে নির্বিচারে হামলা করে, তাদের মুখে অন্য দেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে কথা মানায় না। এসময় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানান মিলার।
এছাড়া সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রশ্নে মিলার বলেন, যেসব সাংবাদিক ও ব্যক্তি সরকারের জবাবদিহিতা নিশ্চিতের জন্য কাজ করে, তাদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত নিপীড়নের বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
গত বৃহস্পতিবার দুদিনের সফরে ঢাকায় আসেন রুশ পরাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এর পরদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।